পরিবেশ কথাটি বললেই আসে ,আমাদের চারপাশের কথা।
ছোট বেলায় আমরা সকলেই পরেছি ঃ"আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ"।
তো এখন পরিবেশ তো আছে কিন্তু তা দূষিত পরিবেশ ।
চিত্রঃদূষিত পরিবেশ ।
বর্তমানে একটু বিশুদ্ধ বায়ু পাওয়া খুবই মুশকিল।
এত পরিবেশ দূষিণ যে কোন ব্যক্তি এক
রোগ থেকে মুক্তি পাওয়া কিছু দিনের মধ্যো অন্য রোগে আক্রান্ত হচ্ছে!
তো চলুন সকলেই প্রতিজ্ঞাকরি:
"গাছলাগাই জীবণ বাচাঁই
নিজে বাচিঁ ভবিষ্যৎ কেও বাচাঁই"!