Posts

Showing posts with the label Nature

পরিবেশ দূষণঃ

Image
 পরিবেশ কথাটি বললেই আসে ,আমাদের চারপাশের কথা। ছোট বেলায় আমরা সকলেই পরেছি ঃ" আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ"। তো এখন পরিবেশ তো আছে কিন্তু তা দূষিত পরিবেশ । চিত্রঃদূষিত পরিবেশ । বর্তমানে একটু বিশুদ্ধ বায়ু পাওয়া খুবই মুশকিল। এত পরিবেশ দূষিণ যে কোন ব্যক্তি এক রোগ থেকে মুক্তি পাওয়া কিছু দিনের মধ্যো অন্য রোগে আক্রান্ত হচ্ছে! তো চলুন সকলেই প্রতিজ্ঞাকরি: " গাছলাগাই জীবণ বাচাঁই    নিজে বাচিঁ ভবিষ্যৎ কেও বাচাঁই"!

বর্ষা ঋতুর উপকারিতা ওঅপকারিতাঃ

Image
 গ্রীষ্মের তাপদাহ্কে কমতে ও প্রকৃতিকে প্রাণবন্ত করতে আগমন ঘটে বর্ষার। চিত্রঃবর্ষার আষাঢ় ও শ্রাবণ এ দুই মাস নিয়ে বর্ষাকাল । বর্ষাকালের উপকারিতাঃ ১)প্রকৃতিতে আসে প্রাণের ছোয়া। ২)যে মানুষগুলো গরমে অতিষ্ট ছিল তারা সস্তি লাভ করে। ৩)মানুষের মন আবেগ তারিত হয়। বর্ষার অপকারিতাঃ ১)অতি বর্ষার মানুষ এর জন্য সর্বনাশ ডেকে আনে। ২)প্রাণীকূল অসহায় প্রকৃতির সামনে। ৩)শহরের কথা না বললেই নয় অল্প বর্ষায় পথ ঘাটের নাজেহাল অবস্থা।