বর্ষা ঋতুর উপকারিতা ওঅপকারিতাঃ
গ্রীষ্মের তাপদাহ্কে কমতে ও প্রকৃতিকে প্রাণবন্ত করতে আগমন ঘটে বর্ষার।
চিত্রঃবর্ষার
আষাঢ় ও শ্রাবণ এ দুই মাস নিয়ে বর্ষাকাল।
বর্ষাকালের উপকারিতাঃ
১)প্রকৃতিতে আসে প্রাণের ছোয়া।
২)যে মানুষগুলো গরমে অতিষ্ট ছিল তারা সস্তি লাভ করে।
৩)মানুষের মন আবেগ তারিত হয়।
বর্ষার অপকারিতাঃ
১)অতি বর্ষার মানুষ এর জন্য সর্বনাশ ডেকে আনে।
২)প্রাণীকূল অসহায় প্রকৃতির সামনে।
৩)শহরের কথা না বললেই নয় অল্প বর্ষায়
পথ ঘাটের নাজেহাল অবস্থা।