#chemistry

 ১)ক্যাটায়ন কি? 

উঃ**ধাতু সমূহ তাদের সর্বশেষ শক্তিস্তরের এক বা একাধিক ইলেকট্রন অপসারণ করে যে আয়নে পরিণত হয় তাকে ক্যাটায়ন বলে **।



২)অ্যানায়ন কি?

উঃ**অধাতু সমূহ তাদের সর্বশেষ শক্তিস্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে যে আয়নে পরিণত হয় তাকে অ্যানায়ন বলে**।



৩)সিগমা বন্ধন  কি?

উঃ**দুটি একই বা ভিন্ন পরমাণু দুটি পারমাণবিক অরবিটাল একই অক্ষ বরাবর মুখোমুখি অধিক্রমনের ফলে আণবিক অরবিটাল সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলে***



৪)পাই বন্ধন কি?

উঃ**পাই বন্ধন হচ্ছে একধরনের সমযোজী রাসায়নিক বন্ধন। এর প্রতিটিতে একটি অরবিটালের দুটি লোব অন্য একটি পরমাণুর উপর একটি অরবিটালের দুটি লোবের সাথে পার্শ্বীয় অধিক্রমন করে**।